- Get link
- X
- Other Apps
সাংবাদপত্রে কোনো বানান ভুল হয় না এটা সত্য নয়। হ্যা তবে সংবাদ পত্রগুলোতে বানান ভুলের পরিমানটা অনেক কম। কারণ একটি সংবাদ অনেক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যেতে হয়। তারপর আমরা তা পত্রিকায় দেখতে বা পড়তে পারি। তাই অনেকাংশে বানন ভুলের পরিমান কম থাকে। প্রথমে একজন রিপোর্টার একটি সংবাদ নিয়ে আনেন। পরে তা সাব-এডিটর দ্বার টাইপ করানো হয়। পরে তা আবার ইনচার্জ বা বিটের প্রধান এডিট বা সম্পাদন (কাটা ছেড়া) করেন। পরর্বতীতে সংবাদটা পাঠিয়ে দেওয়া হয় প্রুফ টিমের কাছে। প্রুপ টিমের কাজই হলো কোন বানান ভুল আছে কি না তা পারিক্ষা করা। শুধু বানান নয় ব্যাকারণগত ত্রুটি আছে কিনা সেটাও দেখা হয়। প্রুফ থেকে ছাড়পত্র পেলে সবশেষ তা পত্রিকায় ছাপানোর জন্য পাইপলাইনে যায়। এই হচ্ছে একটি সংবাদের রেসিপি। দুঃখের বিষয় এতো কিছুর পরও আমরা বানান ভুল বা ত্রুটি দেখতে পাই। এটা তাই প্রমাণ করে যে মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ।