- Get link
- X
- Other Apps
ইসরায়েলকে 'অবৈধ রাষ্ট্র' বলা হয় কেন?
ইসরাইল সর্ম্পকে পরে বলি।
আমাদের বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করা যাক। বাংলাদেশে রহিঙ্গাদের স্থান দেয়া হয়েছে। তাদের জন্য নোয়াখালীর একটি চরে তাদের থাকার জন্য জায়গা দেয়া হয়েছে। এখন তারা যদি আস্তে আস্তে তাদের বংশবিস্তার, জমি দখল শুরু করে । এবং একটা সময় রহিঙ্গাল্যান্ড নামক একটি দেশের দাবি করে তাহলে কি হবে??????
কারণ বশত বিশ্বের কয়েকটি দেশ তাদেরকে সমর্থনও দিয়ে দিলো। আপনি কি তাদেরকে বৈধ দেশ বলবেন? নাকি অবৈধ?
ইসরাইলের অবস্থাও অনেকটা এমনই। ইসরাইল কি অবৈধ রাষ্ট্র? এর উত্তরে আমি বলতে পারি তথাকথিত বৈধ রাষ্ট্র। তবে আমি আপনার প্রশ্নের অন্য উত্তরগুলো দেখে বেশ আশাহত হয়েছি। তার মধ্যে বেশীর ভাগ উত্তর দাতা ভাইরাই হলেন সনাতন ধর্মাবলম্বী। এটা নিয়ে আসলে কন্সপারেসী রয়েছেতো তাই জোর গলায় কিছুই বলা যায় না।
বৃটিশরা ইহুদিদের কথা দিয়েছিল যে তারা যদি বৃটিশদের হয়ে যুদ্ধ করে তাহলে তাদেরকে একটি ভূখন্ড দেয়া হবে। বৃটিশরা তাই করেছিল। কিন্তু দোষটা তাদের ঘাড়ে না নিয়ে তারা জাতিসঙ্ঘ এর উপর চাপিয়ে দেয়।
এর নিয়ে আরো অনেক বই কিংবা কলাম আছে তা পরতে পারেন। তবে ভারতীয়রা ইদানিং ইসরাইল প্রেম বেড়ে গেছে। মসজিদুল মাকদাসে ফিলিস্তিনিদের নামাজ পাড়তে দেয় না । ভারতের অনেকেই বলার চেষ্টা করেছেন যে এটা ইসরাইল হামাস যুদ্ধ। ফিলিস্তিনের এখানে কিছুই নেই। ফিলিস্তিনিদের মেরে শেষ করে দিচ্ছে, অনেকেই ইসরাইলের সন্ত্রাসবিরোধী অভিযান বলে স্টিঙ্গমা দেয়ার চেষ্টা করছেন। তাই তাদের না পরে আপনি আর্ন্তজাতিক মাধ্যমগুলো থেকে তথ্য নিতে পারেন।
ইদানিং আমার মনে হয় বৃটিশরা যদি ইহুদিদের ভারতের কোন এক অঞ্চল দিয়ে দিতো তা হলে কি হতো?? (সিরিয়াসলি নিয়েন না)
Comments
Post a Comment