- Get link
- X
- Other Apps
শেখ মুজিব কেন আজীবন ক্ষমতায় থাকার অধ্যাদেশ জারি করেছিলেন। তাজউদ্দীন আহমেদের মত ত্যাগি নেতাদের কেন তিনি মন্ত্রিত্ব থেকে অপসারন করেছিলেন, দল থেকে সরিয়ে দিয়েছিলেন?
মানুষের একটি অদ্ভুদ মনস্ত্বাতিক ব্যাপার আছে? কারো সঙ্গে কারো ভালো সর্ম্পক দেখলে তৃতীয় কোন ব্যাক্তি তার মাঝে বাগড়া দিবে। এটাই সত্য। তাজউদ্দিন আহমেদ ও শেখ মুজিবুর রহমানের সর্ম্পক আমার কাছে অস্পষ্ঠ। এখানে আমি আমার অনেক কিছু মনে হয়।( তা হয়তো আমি এখানে বলতে পারিনা।) তাজউদ্দিন আহমেদ বাকশাল নিয়ে বঙ্গবন্ধুকে সাবধান করেছিল। এই কারনে নয় যে এটা খারাপ। কারণটা ছিল বাকশাল বঙ্গবন্ধুর জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি যতটুক জানি তাজউদ্দিন আহমেদ সমাজতান্ত্রীক রাজনীতিতে বিশ্বাস করতো। কিন্তু তিনি ছিলেন একজন বিচক্ষন ব্যাক্তি। আমার চোখে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিচক্ষন ব্যাক্তি। যে কিনা ভবিষৎ দেখতে পারতেন, যা হয়তো আর কেউই পারতেন না। আর তাদের সর্ম্পক মাঝে খন্দকার মোশতাক তো রয়েছিল।
রক্ষীবাহিনীর কথা আপনি বলতে পারেন। কিন্তু গণবাহিনী, জাসদের হত্যা লুটতরাজ তাতো বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছিল। তার জন্য কি বাকশালকে দায়ী করবেন। আরে ভাই এই সব বন্ধ করার জন্যইতো বাকশাল করতে চেয়েছিলেন। আর রক্ষীবাহিনী নিয়েতো অনেক বই লিখা হয়েছে। যে এই রক্ষিবাহীনি নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর সৃষ্টি।
ওই সময়টা খুবই কঠিন ছিল। আর্ন্তজাতিক চাপ, বঙ্গবন্ধুর ইসলামিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। বাংলাদেশ থেকে কৌশলে দিল্লির আগ্রাসন কমানো। পাকিস্তান থেকে ফেরত বাঙালী পাকসেনা। অবিশ্বাস, আমলাতন্ত্র আরো অনেক কিছু
বলতে পারেন বঙ্গবন্ধুর কম্বলটা কে নিয়েছিলো?
চীনে রাষ্ট্রপতি আজীবনের জন্য রয়েছেন, ইংল্যান্ডের রানী রয়েছেন। এবং গ্রেট ব্রিটেনের অনেক দেশেই ইংল্যান্ডের রানীকে তাদের রানী মানে। এমন অনেক উদহারন রয়েছে।
Comments
Post a Comment