Skip to main content

বঙ্গবন্ধুর "বাকশাল" যদি সফল হত, তাহলে বাংলাদেশ আজকে কী হত?

 এই প্রশ্নটি আসলে একটু অন্যরকম। কারণ বাকশাল বাংলাদেশে সফল হয়নি। তাই তানিয়ে অনেক জল্পনা কল্পনা করা যেতে পারে। কষ্ট করে পুরো উত্তরটা পড়ুন, তারপর মন্তব্য করার আবেদন থাকলো। আর সব কিছুরই ভালো খারাপ দিক থাকতে পারে। আমাদের দেশে বাকশাল নিয়ে শুধু খারাপ দিকটা নিয়েই বেশী আলোচনা হয়। তাই আমি একটু ভালো দিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি মাত্র।


এ নিয়ে আমাদের দেশে অনেক রকমের কথা চাউর আছে। মোটামুটি বেশীরভাগ মানুষই এর বিপক্ষে। তবে মজার বিষয় হলো, বঙ্গবন্ধু যখন বাকশাল চালু করার সিদ্ধান্ত নেন তখন মোটামুটি ৯০ শতাংশ রাজনীতিবিদ এ দলে যোগদানের জন্য আবেদন করেছিলেন।(তথ্যটা ভুলও হতে পারে। ভুল হলে ঠিক করে দিবেন।)

(উপরের ছবিকে দেখা যাচ্ছে, জিয়াউর রহমানও বাকশালের সমাবেশে যোগ দিয়েছিলেন।)



এখন আসি বাকশাল সফল হলে বাংলাদেশে কি হতো?

এটা নিয়ে একটা হাইপোথিসিস দাঁড় করা যেতে পারে।

বঙ্গবন্ধু চেয়েছিলেন সাম্যবাদ। কৃষক-শ্রমিককে অধিক গুরুত্ত্ব দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তিনি বুর্জোয়াগোষ্ঠীর অর্থ, সম্পদ, জমি ও ক্ষমতাকে জনগণের হাতে তুলে দিতে চেয়েছিলেন।

বাকশাল গঠনের পর দেয়া বঙ্গবন্ধুর একটি ঐতিহাসিক ভাষণ ইউটিউবে রয়েছে। ভাষণটি ইউটিউবে আপলোড করেছেন এক গবেষক। সেখানে তিনি যা বলেছেন তা শুনলে যেকোন বাংলাদেশি বাঙালির গর্জে উঠতে মন চাইবে ফের। দেশ নিয়ে বঙ্গবন্ধুর গঠনমূলক চিন্তার অনুভূতি কতটা গভীর ও সুদূপ্রসারী হতে পারে তা জানা যাবে এ ভাষণ শুনলে। এ ভাষণ শুনলে যেকোন বিবেকসম্পন্ন মানুষ বুঝতে পারবে বাকশাল ও বঙ্গবন্ধু নিয়ে এদেশের বখে যাওয়া বামপন্ডিত ও পশ্চিমকে মানদণ্ড মনে করে পরিচয় সংকটে পতিত ইতিহাসবিদ, কলামিস্ট ও মুজিববিরোধী গোষ্ঠী কী পরিমাণ মিথ্যাচার ও অপপ্রচার করেছে। বাকশালের এক ও অদ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলার নিপীড়িত, খেটে খাওয়া কৃষক-শ্রমিক ও গরীবের অধিকার সংরক্ষণ করা।

তবে ‍বঙ্গবন্ধু বাকশাল নিয়ে অভিযোগ তোলা হয় একনায়কতন্ত্র, গন্যমাধ্যমের কণ্ঠরোধ, স্বজনপ্রীতি ইত্যাদি।

আমি এখানে মালোশিয়া নিয়ে কথা বলতে চাই। আমি ভুলও জানতে পারি। শিল্পোন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার আবির্ভাব ঘটে ১৯৮০ দশকেই। যেখানে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করি। তখন এ দেশ থেকে আমাদের বাংলাদেশ মনে হয় ভালো অবস্থানে ছিলো কিংবা সমমানের দেশ ছিলো। মাহাথির যেদিন মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, সেদিন দেশটি ছিল বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র। তখন তার মাথাপিছু আয় ছিল ১৩০ ডলার। জনসংখ্যার ৩৫ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করত।

তিনি দেশ শাসনের প্রথম পদক্ষেপ হিসেবে প্রথমে দেশে দূনীতি ও অর্থনৈতি নিয়ে কাজ শুরু করেন। গন্যমাধ্যমেও কণ্ঠরোধ করার অভিযোগ ছিলো। তার উপর স্বাজনপ্রীতির অভিযোগও ছিলো।

মাহাথির সর্বদাই চেয়েছেন মালয়েশিয়াকে রাষ্ট্র হিসেবে দ্রুত একটি সম্মানজনক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে। তিনি সে জন্য সব সময় যোগ্য লোকদের খুঁজে নিয়েছেন। তিনি ১৯৮৪ সালে দাইম জয়নুদ্দিনকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। তিনি দাইমের কর্মদক্ষতা সম্পর্কে জানতেন। দাইম মাহাথিরের ভগ্নিপতির বন্ধু ছিলেন। ফলে মাহাথির দাইমকে অর্থমন্ত্রী করে স্বজনপ্রীতি করেছেন, এ রকম অভিযোগও উঠতে পারে। দাইম অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে মালয়েশিয়ার অর্থনীতি ছিল খুবই দুর্বল, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই মালয়েশিয়ার অর্থনীতির অগ্রগতি শুরু হয়।

হয়তো সময়ের প্রয়োজনে যা দরকার তাই করেছিলেন মাহাতির মুহাম্মদ।

আমার কেন জানি মনে হয় বাকশাল সে সময় বাংলাদেশে দরকার ছিল। কারণ বঙ্গবন্ধু তার দল আওয়ামী লীগের লোক দের সামলাতেই হিমশিম খাচ্চিলো। আর আমলাতন্ত্র বাংলাদেশকে একেবারে শেষ করে দিচ্ছিলো। বর্তমানে বাংলাদেমে আমলাতন্ত্রই চলে। তাই আর আমাদের সোনার বাংলার এই অবস্থা।

বাংলাদেশে বাকশাল হলে হয়তো মালোশিয়ার কাছাকাছি কোন দেশ হলেও হতে পারতো। আবার নাও পারতো। এটা একন্তই আমার মতামত।

আর ইউটিউবে বাকশাল নিয়ে বঙ্গবন্ধুর ভাষন রয়েছে। তা শুনে নিতে পারেন। তাতে আমার কোনো আপত্তিকর কিছু মনে হয়নি।

কিন্তু বাকশালে একনায়কতন্ত্র ছাড়াও আরো অনেক কিছু ছিলো। কিন্তু একদল লোক খালি একনায়কতন্ত্র একনায়কতন্ত্র করে। আর কিছুই বলে না। তারা খালি বলবে বঙ্গবন্ধু বাংলাদেশের একক নায়ক হতে চেয়েছিলেন।

আমার কথা হলো তার যদি ক্ষমতাই প্রয়োজন হতো তাহলে পাকিস্তানিদের সঙ্গে সমঝোতা করে তিনি ক্ষমতার উপভোগ করতে পারতেন।

আমার আরো একটি প্রশ্ন যুদ্ধবিদ্বস্থ একটি দেশ, আপনি আগে কি করবেন। দেশেটিকে সাজাবেন। নাকি গনতন্ত্র গনতন্ত্র করে চিল্লাবেন। আগের তো আমার দেশটাকে গোজাতে হবে। তার পর আমরা গনতন্ত্র বহুদলীয় রাজনিতি আরো অনেক কিছু নিয়ে চিল্লানো যেতো। বলে আমার মনে হয়।

দেশ স্বাধীন হবার পর তিনি যখন দেখলেন তার নিজের দল দিয়ে কোন কাজ হচ্ছে না তখনিই তো তিনি এই পদক্ষেপ নিলেন। তাই না। তিনি চাইলে আওয়ামী লীগকে নিয়ে জোর করে ক্ষমতায় থাকতে পারতেন। যেমনটা শেখ হাসিনা আছেন। (ভুল হইলে মাপ করবেন। এমনিই বললাম।)

আমি সবজান্তা সমশের না। আমি অনেক কিছুই জানি না। আমার উত্তরে ভুল কিছু থাকলে ঠিক করে দিবেন। কারণ আমি এর সর্ম্পকে আরো জানতে চাই।

ধন্যবাদ।



Comments

Popular posts from this blog

Who is Cupid? Greek mythology

  According to Greek mythology, Cupid or Eros is the god of love. Greek mythology ! Greek myths about love and beauty have always stirred the minds of people. The story of the god of love has therefore made an impeccable appeal in stories, poems, paintings, and above all in literature and art over the ages. Cupid in Latin and Eros in Greek are the creators of love, affection and sexuality. Cupid's love of Maya came up in Greek mythology in its own way. Cupid's mother was Aphrodite, the goddess of love and beauty, also called the Roman goddess Venus. Aphrodite was impeccably beautiful. His son became a heavenly son, empowered to spread the appeal of love and affection among the people. Cupid is therefore called the 'god of love' in Greek mythology.   One of the special features of Cupid is that he was both a god and a human being. He was a handsome man. Cupid had two heavenly wings on his back. The story of the wings on the back of the fairies that we have hea...

After graduation, he got a job in UNESCO and was posted in Bangladesh

 The United Nations Educational, Scientific and Cultural Organization ( UNESCO ) has issued a recruitment circular. The company will recruit manpower in Bangladesh office. Interested candidates can apply online. UNESCO will hire people for the post of Administration and Logistics Assistant. However, it has not been decided how many people will be taken for this post. If he gets a job in this post, his workplace will be in Dhaka. Eligibility of application If you want to apply for this post you have to have a graduate pass from any recognized university. Must have at least 3 years experience in related work. Must have leadership qualities. Must know how to read, write and speak English correctly. Must have communication skills. How to apply Interested candidates can apply online. Click here to apply . Salary and benefits Salary for the post of Administration and Logistics Assistant will be determined subject to negotiation. Other benefits will be provided in accordance with the int...

Leaving online dating apps 'got my life back'

 Dating apps were popular even before the Corona virus epidemic, but they became even more popular due to lockdowns in various places. Tinder, the world's most downloaded dating app, was swiped three billion times a day in March 2020, and the record has been broken several times since. Although these apps have helped many single people meet each other over the years, some people have raised questions about what kind of environment they are creating. This is especially important for women as they face far more harassment and harassment than men on these platforms. "The hardest thing for me was that I felt like I was being used for free sex," says Sheena Silver. It doesn't feel good and it hurts. ' Sheena Silver is a New York-based author and host of a dating podcast, A Single Serving. They have been using these dating apps for many years. "I was often asked to have sex before Hello. People used to do that before giving their names. I was being rejected again a...